সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০১:৪৯ অপরাহ্ন

আল-জাজিরার এডিটর জেনারেল ও সামীসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

আল-জাজিরার এডিটর জেনারেল ও সামীসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

‍স্বদেশ ডেস্ক:

‘অল দ্য প্রাইম মিনিসটারস মেন’ শিরোনামে প্রতিবেদন প্রচারের বিরুদ্ধে কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরার এডিটর জেনারেল মোস্তেফা সরওয়া ও প্রতিবেদনের প্রধান চরিত্র জুলকারনাঈন সামীসহ ৪ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলার আবেদন করেছেন এক আইনজীবী। আজ বুধবার ঢাকার মহানগর হাকিম আশেক ইমামের আদালত বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট মশিউর মালেক এ মামলা আবেদন জমা দেন।

সামীসহ মামলার অপর আসামিরা হলেন- তাসমিম খলিল, ডেভিড বার ম্যান। অ্যাডভোকেট মশিউর মালেক মামলাটির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রধানমান্ত্রী ও সেনা প্রধানের বিরুদ্ধে সম্মানহানির বক্তব্য দিয়ে যড়যন্ত্র করেছে। অবৈধভাবে মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে বিভ্রান্ত করেছে যা রাষ্ট্রদ্রোহের শামিল।

অ্যাডভোকেট মশিউর মালেক আরও বলেন, ‘দণ্ডবিধির ১৮৬০ সালের আইনের ১২৪, ১২৪এ,১৪৯,৩৪ ধারায় মামলার আবেদন দিয়েছি।’ বেলা ১১টার সময় এ মামলার শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877