রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:৫০ অপরাহ্ন

অবশেষে শি চিনপিংকে ফোন করলেন বাইডেন

অবশেষে শি চিনপিংকে ফোন করলেন বাইডেন

স্বদেশ ডেস্ক:

প্রথমবারের মতো চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল বুধবার সন্ধ্যায় তাদের মধ্যে এই ফোনালাপ হয়। এ সময় বাইডেন চীনের মানবাধিকার পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করার পাশাপাশি বৈশ্বিক এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে একসঙ্গে কাজ করারও প্রতিশ্রুতি দেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিকভাবে চীনের সম্পর্ক কিছুটা তিক্ত। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর, সেই তিক্ততা নতুন মাত্রা পায়। দুই দেশের বাণিজ্যযুদ্ধের কারণে পৃথিবীর নানা প্রান্তের ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছেন।

মার্কিন গণমাধ্যম সিএনএনের খবরে বলা হয়, কথোপকথনের সময় বাইডেন অর্থনৈতিক এবং সামরিক ইস্যুতে জোর দেন। জলবায়ু পরিবর্তনের বিষয়েও দুই নেতার আলাপ হয়।

ওবামার আমলে ভাইস প্রেসিডেন্ট হিসেবে বাইডেন শি’র সঙ্গে কথা বললেও প্রেসিডেন্ট হিসেবে দুজনের আলোচনা এই প্রথম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877