স্বদেশ ডেস্ক: লক্ষ্মীপুর জেলা কারাগারের ১৮ কারাবন্দীকে করোনাভাইরাসের টিকা দেওয়া হয়েছে। টিকাপ্রাপ্তরা বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও বিচারাধীন মামলায় কারাবন্দী।
আজ মঙ্গলবার বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় একটি মেডিকেল টিম কারাগারে গিয়ে এ টিকা প্রয়োগ করে। এসময় উপস্থিত ছিলেন—জেলা কারাগারের জেল সুপার মো. রফিকুল কাদের, চিকিৎসক ডা. মাহমুদুর রহমান, ডেপুটি জেল সুপার তোফায়েল আহমেদ ও সদর হাসপাতালের ডা. নাহিদুল ইসলাম।
কারাগার সূত্র জানায়, আইনি জটিলতা ও নিরাপত্তাজনিত কারণে বন্দীদের কারাগার থেকে বের করা সম্ভব নয়। এজন্য বন্দীদের নিজ নিজ এলাকায় নিয়ে করোনা টিকা প্রদান করাও সম্ভব হচ্ছে না। এজন্য স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত ও বিচারাধীন মামলার ১৮ জন কারাবন্দিকে করোনা টিকা দেওয়া হয়।
লক্ষ্মীপুর জেল সুপার মো. রফিকুল কাদের জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী ১৮ কারাবন্দীকে করোনার টিকা দেওয়া হয়েছে। যেসব বন্দীর বয়স ৪০ বছরের ঊর্ধ্বে, তাদের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে করোনা টিকার জন্য নিবন্ধন করা হবে। স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় পর্যায়ক্রমে সক কারাবন্দীকে করোনার টিকা দেওয়া হবে।