স্বদেশ ডেস্ক: বরগুনার পাথরঘাটায় সাড়ে ৪০০ গ্রাম ওজনের প্রায় দুই কোটি টাকা মূল্যের একটি তক্ষকসহ রঞ্জন বারিক (৪৫) নামের এক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ডের দক্ষিণ জোন পাথরঘাটা স্টেশন। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের মুন্সিরহাট স্টিল ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক রঞ্জন বারিক চরদুয়ানী ইউনিয়নের ছহেরাবাদ গ্রামের নকুলেশ্বর বারিকের ছেলে।
স্টেশনের কমান্ডার ফাহিম শাহরিয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সন্ধ্যায় মুন্সিরহাট এলাকা থেকে তক্ষক পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে আমরা ওই এলাকায় অভিযান চালিয়ে তক্ষকসহ রঞ্জন বারিক নামের ওই ব্যাক্তিকে আটক করি। উদ্ধার হওয়া তক্ষকটির ওজন ৪৫০ গ্রাম। যার আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা হবে। আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে বন্য প্রাণী সংরক্ষণ আইনে মামলার হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে।