স্পোর্টস ডেস্ক: তিনটি স্টেন্ট বসেছে হৃদযন্ত্রের ধমনীতে। টেলিমেডিসিন নিয়মিত দিচ্ছেন বেঙ্গালুরু থেকে ডা. দেবী শেঠি ও মুম্বাই থেকে ডা. অশ্বিন মেহতা। কিন্তু কেমন আছেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়? পারিবারিক সূত্রে জানা গেছে, সৌরভ ভালো আছেন। ওজন ঝরিয়ে ফেলেছেন। পনেরো মিনিট করে বাড়ির চৌহদ্দিতে হাঁটাহাঁটি করছেন। জিম করা এখন বারণ। কড়া ডায়েট চার্টে আছেন মহারাজ। সকালে উঠে এক কাপ লিকার চা, সঙ্গে দুটি বিস্কুট, নটার মধ্যে প্রাতরাশ- কর্নফ্লেক্স কিংবা ওটস, দুধ, কলা, ডিমের সাদা অংশ, দুপুরে এক বাটি সবজি সিদ্ধ, ডাল, ভাত এবং হাল্কা মাছের ঝোল, দুপুরে আপেল কিংবা কমলালেবু, বিকেলে লিকার চা সঙ্গে মুড়ি কিংবা ছাতু, রাতে দুটি রুটি, একটু সবজি সিদ্ধ, মশলাবিহীন চিকেনস্টু। সৌরভ অবশ্য চিকেনের থেকে মাছই বেশি পছন্দ করছেন। আর তিন সপ্তাহের মধ্যে তিনি বাড়ি থেকে বের হবেন না। এখন বাড়িতে বসেই টেলি কনফারেন্সের মাধ্যমে বোর্ডের দৈনন্দিন কাজ সামলাচ্ছেন। এরমধ্যে বিরাট কোহলিদের হোম সিরিজ শুরু হয়ে গেছে। সফরের শেষদিকে সৌরভকে মাঠে পাওয়া যেতে পারে।