শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১১:১৬ অপরাহ্ন

‘সুন্দরী’ হতে চেয়েছিলেন আরো সুন্দরী, অতঃপর নাক কেটে খেসারত

‘সুন্দরী’ হতে চেয়েছিলেন আরো সুন্দরী, অতঃপর নাক কেটে খেসারত

স্বদেশ ডেস্ক: অভিনেত্রী ও গায়িকা গাও লিউ নিজের ‘কাটা’ নাকের ছবি পোস্ট করলেন ৷ সারা পৃথিবীতে ভাইরাল হয়েছে চীনা সেলিব্রিটির এই নাক কাটা ছবি৷ বিবিসি তে প্রকাশিত সংবাদপত্র অনুযায়ী লিউ চীনের এখন উঠতি তারকা৷

চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়েইবোতে মঙ্গলবার কাটা নাকের ছবি পোস্ট করেছেন৷ কসমেটিক সার্জারি করাতে গিয়ে এই অবস্থা বলে জানিয়েছেন অভিনেত্রী ও গায়িকা৷ লিও জানিয়েছেন অক্টোবরে তার এক বন্ধু গুয়াংঝাউতে তাকে এক প্লাস্টিক সার্জনের সঙ্গে আলাপ করিয়ে দেয়৷ নাকে একটা অস্ত্রোপচারের পর তার নাকের এরকম করুণ দশা হয়৷ তিনি ভেবেছিলেন, নাকটা একটু ছোট করিয়ে নিলে তা তার কেরিয়ারের জন্য সুবিধাজনক হবে৷

তিনি গ্লোবাল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, আমি পরে টের পাই হাসপাতাল নাকে সার্জারি করার জন্য যথেষ্ট পারদর্শী নয়৷ তার নাকের মাথাটি কাটার পর সেটায় একটা কালো ক্ষত হয়ে গেছে৷ তার ৫০ লাখ ফলোয়ার রয়েছেন৷ তারা এই কাজটর তারা নিন্দা করেছেন৷ চীনা সোশ্যাল মিডিয়ায় ভয়াবহ এই নাকের অবস্থার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ এরপর সাধারণ মানুষ কসমেটিক সার্জারি নিয়ে শক্ত নিয়মবিধির দাবি করেছেন৷

ওয়েইবোতে নিজের পোস্টে লেখেন, একটা সার্জারি যা কয়েক ঘণ্টা ধরে চলেছিল, তা এখন রাতের বিভীষিকা হয়েছে ৷ একাধিকবার তার নাকে ইনফেকশন হয়েছে৷

তিনি লিখেছেন, ‘আমার নাকের সামনের অংশটি কালো থেকে আরো কালো হয়েছিল, আমার নাক এরকম ভয়ানক হয়ে গেছে৷ ’ তিনি শেষে দুটি নাটকের জন্য সই করেছিলেন৷ নাকটি ঠিক করার জন্য ফের সার্জারি করতে হবে তবে সেটাও এক বছরের আগে সম্ভব নয়৷ কী করে এরকম ভয়ানক অস্ত্রোপচার হল তা নিয়ে তিনি জানতে পারেননি৷ তবে তদন্ত চলছে৷

সূত্র : নিউজ ১৮

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877