স্বদেশ ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে গতকাল মঙ্গলবার একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে, এ ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি। বার্তা সংস্থা রয়টার্সের এক সংবাদদাতার বরাত দিয়ে এ সংবাদ দিয়েছে দেশটির গণমাধ্যম ডেইলি সাবাহ।
বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে গণমাধ্যমটিতে বলা হয়, তারা স্থানীয় সময় সকাল ১০টার দিকে রাজধানীতে জোরে দুটি শব্দ শুনতে পান। এর কিছুক্ষণ পর ধোঁয়ার কুণ্ডলী দেখতে পান তারা।
সৌদির রাষ্ট্রায়ত্ত্ব টেলিভিশন আল আরাবিয়া বলছে, রিয়াদের এ বিস্ফোরণের কয়েকটি ভিডিও চিত্র সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। স্থানীয় কয়েকটি গণমাধ্যমও এ বিষয়ে সংবাদ প্রকাশ করেছে।
সৌদি আরব দাবি করছে, রিয়াদের একটি বেসামরিক বিমানবন্দর এবং তেলের অবকাঠামোকে লক্ষ্য করে হুথি বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
গত শনিবার ইয়েমেনে নিযুক্ত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট বলেছিল, তারা রিয়াদের দিকে এগিয়ে যেতে থাকা একটি শত্রু বিমানকে বাধা দিয়েছে এবং সেটি ধ্বংস করা হয়েছে।
তবে হুথি বাহিনী এ হামলার দায় অস্বীকার করেছে। তারা এ ঘটনাটিকে আলওয়াইয়া আলওয়াদ আলহাক নামে একটি গোষ্ঠীর কাজ বলে দাবি করেছে। এও বলেছে, এটি একটি ‘প্রতিজ্ঞাবদ্ধ ব্রিগেডের সফল কর্মকাণ্ড’।