বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ১১:৪২ পূর্বাহ্ন

দলের জন্য কেউ যেন বোঝা না হয় : ওবায়দুল কাদের

দলের জন্য কেউ যেন বোঝা না হয় : ওবায়দুল কাদের

স্বদেশ ডেস্ক: কথায়, কাজে ও আচরণে দলের নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের সীমারেখা মেনে চলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘সীমারেখার মধ্যে থেকে দলীয় শৃঙ্খলার অনুশাসন মেনে চলতে হবে। দলের জন্য কেউ যেন বোঝা না হয়। আবার কেউই দলীয় শৃঙ্খলার ঊর্ধ্বে নয়।’ আজ শনিবার ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘গণতান্ত্রিক চেতনায় আমাদের ভিন্নমাত্রা থাকতে পারে। কিন্তু এসব মতপার্থক্য আলাপ আলোচনার মাধ্যমে সাংগঠনিক পরিমন্ডলে নিরসন করতে হবে। দলে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের রয়েছে নিজস্ব সীমারেখা। কথায়, আচরণে, বক্তব্যে নিজের সীমারেখা অতিক্রম করা থেকে বিরত থাকতে হবে।’
‘ভালো আচরণ, শৃঙ্খলাবোধ এবং ঐক্যবদ্ধতার শক্তি দিয়ে জয় করতে হবে আগামীর চ্যালেঞ্জ। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ আগামী নির্মাণের যে অবিরাম প্রয়াস তা ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে হবে’, যোগ করেন তিনি।

আওয়ামী লীগের জ্যেষ্ঠ এই নেতা হুঁশিয়ার দিয়ে বলেন, ‘কেউ দলীয় শৃঙ্খলার ঊর্ধ্বে নয়। শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত। দল করতে হলে সবাইকে দলের নিয়ম-শৃঙ্খলা তথা দলের রীতি-নীতি ও গঠনতন্ত্র মেনে চলতে হবে।’

সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের বাতাসে এখনও ষড়যন্ত্রের গন্ধ। অশুভ শক্তি সরকার হঠানোর চক্রান্তে লিপ্ত, চালাচ্ছে অপপ্রচার ও গুজব। খুঁজছে চোরা গলি। তাই নিজেদের ঐক্যকে সুসংহত করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877