শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
গাজীপুরে শতাধিক মাদক কারবারীর আত্মসমর্পণ

গাজীপুরে শতাধিক মাদক কারবারীর আত্মসমর্পণ

স্বদেশ ডেস্ক: গাজীপুরে শতাধিক মাদক কারবারী ও মাদকসেবী পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। এ সময় তারা আর কোনোদিন মাদকের সঙ্গে জড়িত না হয়ে স্বাভাবিক জীবনে ফিরে অন্য পেশায় যুক্ত হওয়ার ওয়াদা করেন। আর এ জন্য মহানগর পুলিশ তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেয়।

আজ রোববার দুপুরে গাজীপুর মহানগর পুলিশ কার্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে নগরের বনগ্রাম, নান্দুয়াইন ও কুমারখাদাসহ আশপাশের এলাকার মাদক কারবারের সঙ্গে জড়িত শতাধিক নারী-পুরুষ পুলিশের কাছে আত্মসমর্পন করেন।

এই অনুষ্ঠানে মহানগর পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন বলেন, ‘সিটি করপোরেশনের বনগ্রামের তিন শতাধিক পরিবার মাদক উৎপাদনের সঙ্গে জড়িত। ২০ বছরের বেশি সময় ধরে তারা এই কাজ করে আসছে। আমরা তাদেরকে পেশা পরিবর্তন করে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য বলেছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের ডাকে সাড়া দিয়ে তারা এখানে এসেছেন। তারা আর কোনোদিন মাদকের সঙ্গে জড়িত না হয়ে স্বাভাবিক জীবনে ফিরে অন্য পেশায় যুক্ত হওয়ার ওয়াদা করেছেন। আমরা তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য সব ধরনের সহযোগিতা করব।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ডিসি হেডকোয়ার্টার আরিফ হোসেন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মুঞ্জুরুল ইসলাম প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877