স্বদেশ ডেস্ক:
করোনা ভাইরাসের দ্বিতীয় টিকা হিসেবে মডার্নার উদ্ভাবিত টিকার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল থেকে দেশজুড়ে তিন হাজার ৭০০টিরও বেশি স্থানে এ টিকা সরবরাহ শুরু করেছে কর্তৃপক্ষ।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কোভিড-১৯ টিকা নেওয়ার ক্ষেত্রে লোকজনকে জনস্বাস্থ্য-সংক্রান্ত নির্দেশনা পালনের আহ্বান জানিয়েছে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।
এক সংবাদ সম্মেলনে টিকাবিষয়ক অপারেশন ওয়ার্প স্পিড প্রজেক্টের প্রধান নির্বাহী কর্মকর্তা গুস্তাভে পেরনা জানান, মডার্না তার উৎপাদনকেন্দ্র থেকে সরবরাহস্থলে টিকাগুলো সরিয়ে নিয়েছে। গত শুক্রবার মডার্নার উদ্ভাবিত কোভিড টিকার অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র। ফাইজার-বায়োএনটেকের টিকা অনুমোদনের এক সপ্তাহের মধ্যে এটি অনুমোদন পায়।
মডার্নার টিকা ৯৪ শতাংশ নিরাপদ ও কার্যকর বলে প্রমাণিত হয়েছে। যুক্তরাষ্ট্র কোম্পানিটির সঙ্গে এ টিকার ২০ কোটি ডোজ কেনার চুক্তি করেছে।