মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৫:২৩ অপরাহ্ন

বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা ১৬ লাখের কাছাকাছি

বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা ১৬ লাখের কাছাকাছি

স্বদেশ ডেস্ক:

জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, শনিবার বেলা ১১টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় ১৬ লাখ মানুষের মৃত্যু হয়েছে। পাশাপাশি বিশ্বব্যাপী করোনা আক্রান্ত রোগী সাত কোটি ছাড়িয়েছে।

জেএইচইউ এর তথ্য অনুযায়ী, কোভিড-১৯ এ মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৯৪ হাজার ৭৭৫ জনে। এছাড়া আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত কোটি ১ লাখ ৫০ হাজার ৯৪০ জনে।

করোনা থেকে বিশ্বব্যাপী সুস্থ হয়েছেন চার কোটি ৫২ লাখ ৯২ হাজার ১৪৬ জন।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা দুই লাখ ৯৫ হাজার ৪৫০ জন। আর আক্রান্তের সংখ্যা ১ কোটি ৫৮ লাখ ৪২ হাজার ৭৮৯ জন।

মৃতের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। মারা গেছেন এক লাখ ৮০ হাজার ৪৩৭ জন। আর ভারতে মারা এক লাখ ৪২ হাজার ৬২৮ জন।

করোনা আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে ভারত, সংখ্যা ৯৭ লাখ ৯৬ হাজার ৭৬৯ জন। আর তৃতীয় ব্রাজিল। আক্রান্তের সংখ্যা ৬৮ লাখ ৩৬ হাজার ২২৭ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877