বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৫:১৯ অপরাহ্ন

পেনসিলভানিয়ায় বাইডেনের জয় আটকাতে এবার সুপ্রিম কোর্টে মামলা

পেনসিলভানিয়ায় বাইডেনের জয় আটকাতে এবার সুপ্রিম কোর্টে মামলা

স্বদেশ ডেস্ক:

ব্যাটেল গ্রাউন্ড অঙ্গরাজ্য হিসেবে পরিচিতি পেনসিলভানিয়ায় নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে আটকে দিতে মার্কিন সুপ্রিম কোর্টকে রিপাবলিকানরা তাদের মামলা গ্রহণের জন্য আবেদন করেছেন।

বাইডেনকে ঠেকাতে ডোনাল্ড ট্রাম্প যে মামলা করেছিলেন, তা যথেষ্ট তথ্যপ্রমাণের অভাবে খারিজ করার তিনদিন পর মঙ্গলবার এ আবেদন করলেন রিপাবলিকানরা।

উত্তর-পশ্চিম পেনসিলভানিয়ার রিপাবলিকান ইউএস রেপ. মাইক কেলি এবং অন্যান্য বাদী আদালতকে নির্বাচনের ফলাফল বাতিলের অনুরোধ জানান। তারা বলছেন যে, পেনসিলভানিয়ার বিস্তৃত মেইল-ইন ভোট আইনটি অসাংবিধানিক কারণ এর বিধানগুলো অনুমোদনের জন্য সাংবিধানিক সংশোধনী প্রয়োজন।

বাইডেন পেনসিলভানিয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ৮০ হাজারেরও বেশি ভোটে পরাজিত করেছেন। ২০১৬ সালের নির্বাচনে ট্রাম্প এই অঙ্গরাজ্যে জয়লাভ করেছিলেন।

এর আগে পেনসিলভানিয়ায় নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে আটকে দিতে ডোনাল্ড ট্রাম্পের করা মামলা শনিবার রাতে যথেষ্ট তথ্যপ্রমাণের অভাবে খারিজ করে দেয় আপিল আদালত।

রাজ্য সুপ্রিম কোর্ট সর্বসম্মতভাবে জানিয়েছে যে, ট্রাম্পের প্রচারণা শিবির থেকে ভোট জালিয়াতির যে অভিযোগ করা হয়েছে সে বিষয়ে তারা সুনির্দিষ্ট কোনো অভিযোগ উত্থাপন করতে পারেনি।

পেনসিলভানিয়ার লাখ লাখ মেইল-ইন ভোটকে বাতিল ঘোষণা করতে ট্রাম্পের প্রচারণা শিবির রাজ্যটির একটি নিম্ন আদালতে মামলা করেছিল। কিন্তু আদালত শুক্রবার ওই মামলা খারিজ করে দেয়। পরে এই মামলা আমলে নিতে থার্ড সার্কিট কোর্ট অব আপিলে আবেদন জানিয়ে সেখানেও ব্যর্থ হয় ট্রাম্প শিবির। এ রায় প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য আরো বড় একটি আঘাত বলে মনে করা হচ্ছে। ইউএনবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877