স্বদেশ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনকে ক্ষমা ঘোষণা করলেন ৪৫ তম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির গণমাধ্যম সিএনএন তাদের একটি প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এর আগে গতকাল বুধবার আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে ফ্লিনকে ক্ষমা করার বিষয়টি ট্রাম্পের বরাত দিয়ে প্রকাশ করা হয়।
২০১৬ সালের মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে তদন্তে এফবিআইকে মিথ্যা বলার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন মাইকেল ফ্লিন। ২০১৭ সালে নিজের অপরাধ স্বীকার করে নিয়েছিলেন ট্রাম্পের সাবেক এই ঘনিষ্ঠ সহযোগী।
ট্রাম্পের ক্ষমা পাওয়া সর্বোচ্চ পদাধিকারী ব্যক্তিদের মধ্যে অন্যতম হলেন মাইকেল ফ্লিনকে। সিএনএন বলছে, নির্বাচনে পরাজয়ের পর ট্রাম্পের মেয়াদ শেষ হয়ে আসছে। ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে ট্রাম্প কিছুটা নমনীয় হয়েছেন। মার্কিন সংবিধানের নিয়ম অনুযায়ী আগামী ২০ জানুয়ারি নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ নেওয়ার কথা রয়েছে। সময় শেষ হওয়ার আগেই তাই প্লিনকে ক্ষমা ঘোষণা করলেন ট্রাম্প।