সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:২৮ অপরাহ্ন

গোল্ডেন মনিরের ৬১০ কোটি টাকার সম্পদের সন্ধান

গোল্ডেন মনিরের ৬১০ কোটি টাকার সম্পদের সন্ধান

স্বদেশ ডেস্ক:

স্বর্ণ চোরাকারবারি মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের ৬১০ কোটি এবং তার স্ত্রীর নামে সাড়ে ৫ কোটি টাকা মূল্যের অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের প্রাথমিক অনুসন্ধানে এমন তথ্য পেয়ে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারির সুপারিশ তুলে ধরে কমিশনে প্রতিবেদন জমা দিয়েছেন সংস্থাটির উপপরিচালক মো. সামছুল আলম। গতকাল মঙ্গলবার তিনি এই প্রতিবেদন দাখিল করেন।

দুদক জানায়, গোল্ডেন মনিরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগ পায় দুদক। কমিশন অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধানের জন্য সংস্থাটির উপপরিচালক মো. সামছুল আলম ও সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরীর সমন্বয়ে একটি অনুসন্ধানী কমিটি গঠন করে। কমিটি দীর্ঘ সময় ধরে অনুসন্ধান চালিয়ে ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত গোল্ডেন মনিরের বিরুদ্ধে ৬১০ কোটি টাকা এবং তার স্ত্রীর বিরুদ্ধে সাড়ে ৫ কোটি টাকা মূল্যের সম্পদের সন্ধান পায়। এর পরই অনুসন্ধানী টিম সম্পদের হিসাব চেয়ে নোটিশ পাঠানোর সুপারিশ তুলে ধরে। কমিশনের অনুমোদন পেলে আজকালের মধ্যে তাদের সম্পদবিবরণী দাখিলের জন্য নোটিশ পাঠাবে দুদক।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877