মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৫:৪০ পূর্বাহ্ন

এবার কোটিতে ‘মিস বুবলী’

এবার কোটিতে ‘মিস বুবলী’

স্বদেশ ডেস্ক:

‘বীর’ ছবির গান ‘মিস বুবলী’। কোনালের গাওয়া এই গানটিতে পর্দায় ঠোঁট মিলিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। গানটি ইতিমধ্যেই দেখেছেন কোটি দর্শক। মজার বিষয় হলো- কোনালের গাওয়া আর বুবলীর ঠোঁটে ‘পাসওয়ার্ড’ ছবির ‘আগুন লাগাইলো’ ও ‘বীর’র ‘তুমি আমার জীবন’ আগেই কোটি দর্শকদের কাছে পৌঁছেছে। তৃতীয় গান হিসেবে কোটির তালিকায় এবার যুক্ত হলো ‘মিস বুবলী’ গানটি।

কোনালের ভাষ্য, ‘কোটি ভিউ মানে কোটি দর্শকের ভালোবাসা ও তাদের মনে ঠাঁই পাওয়া। দর্শকের ভালোবাসায় সত্যিই আমি সিক্ত।’

তিনি আরও বলেন, ‘দর্শকদের জন্য গান করি। তারা আন্তরিকতার সঙ্গে গানগুলো গ্রহণ করছেন, এটাই সবচেয়ে বেশি আনন্দের ও অনুপ্রেরণার।’

এদিকে, ‘মিস বুবলী’ গানটি লিখেছেন কলকাতার প্রিয় চট্টোপাধ্যায় আর সুর-সংগীত করেন আকাশ সেন। শাকিব খানের এসকে ফিল্মের প্রযোজনায় কাজী হায়াৎ পরিচালিত ৫০তম ছবি ‘বীর’। শাকিব-বুবলী ছাড়া এতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, সোহেল খান, নাদিম, কাজী হায়াৎ প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877