শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৬:০৩ পূর্বাহ্ন

অর্থনৈতিক উন্নয়নে সমুদ্র সম্পদ অর্জন করতে চাই : প্রধানমন্ত্রী

অর্থনৈতিক উন্নয়নে সমুদ্র সম্পদ অর্জন করতে চাই : প্রধানমন্ত্রী

স্বদেশ ডেস্ক:

অর্থনৈতিক উন্নয়নে সমুদ্র সম্পদ অর্জনের পরিকল্পনা নিয়ে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে বহিঃশত্রু দ্বারা আক্রান্ত হলে মোকাবিলা করার মতো সক্ষমতা অর্জন করার উপরও গুরুত্ব দিয়েছেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ছাড়া আর কেউই সমুদ্রসীমার অধিকার আদায়ে উদ্যোগ নেয়নি।

আজ বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ ও দুইটি জরিপ জাহাজের কমিশনিং অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এসময় তিনি আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতে অন্য দেশের জন্যেও বাংলাদেশ জাহাজ তৈরি করবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘কারও সঙ্গে শত্রুতা নয়, তবে আক্রান্ত হলে তা মোকাবিলা করার সার্মথ্য অর্জন করতে চায় বাংলাদেশ। বিশাল সমুদ্রসীমা রক্ষার লক্ষ্যেই আধুনিক নৌবাহিনী গড়ে তোলা হচ্ছে।’ এ সময় শীতকালে করোনা সংক্রমণের বিষয়ে সর্তক থাকতে দেশবাসীর প্রতি আবারও আহ্বান জানান শেখ হাসিনা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877