স্বদেশ ডেস্ক:
মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে পুনর্নির্বাচিত হয়েছেন মুসলিম দুই নারী প্রার্থী রাশিদা তালিব ও ইলহান ওমর।
ডেমোক্র্যাটিক পার্টির টিকিটে নিজ নিজ আসন থেকে বিপুলসংখ্যক ভোট পেয়ে তারা জয়ী হয়েছেন।
মিডল ইস্ট আই জানিয়েছে, মিশিগানের ১৩তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে রিপাবলিকান প্রার্থী ডেভিড ডুডেনহোয়েফারকে হারিয়ে পুনর্নির্বাচিত হয়েছেন ফিলিস্তিন বংশোদ্ভূত রাশিদা।
আর মিনিয়াসোটার পঞ্চম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে জয় পেয়েছেন সোমালিয়া বংশোদ্ভূত ইলহান। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন রিপাবলিকের ল্যাসি জনসন।
এর আগে ২০১৮ সালের কংগ্রেস নির্বাচনে প্রথমবারের মতো জয় পান এই দুই মার্কিন মুসলিম নারী।
জয়ের পর রাশিদা তালিব জানিয়েছেন, কংগ্রেসে দ্বিতীয় মেয়াদে তিনি কোভিড-১৯ রোধে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেবেন এবং ফিলিস্তিনের মানবাধিকারের প্রতি চাপ অব্যাহত রাখবেন।
ফিলিস্তিনিদের ওপর দখলদার ইসরাইল বাহিনীর নির্যাতনসহ নানা ইস্যুতে নিজেদের বলিষ্ঠ অবস্থানের কারণে বারবার প্রেসিডেন্ট ট্রাম্পের আক্রমণের শিকার হয়েছেন রাশিদা ও ইলহান। শুধু তাই নয়, নিজ দলের সমালোচনাও সহ্য করতে হয়েছে তাদের।