রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:১২ অপরাহ্ন

ফেনীতে উজানের পানিতে ৫ গ্রাম প্লাবিত

ফেনীতে উজানের পানিতে ৫ গ্রাম প্লাবিত

স্বদেশ ডেস্ক:

ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর মূহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। গতকাল শনিবার মধ্যরাতে ফুলগাজীর উত্তর দৌলতপুর এলাকায় মুহরী ও কহুয়া নদীর দুটি স্থানে বাঁধ ভেঙে এ ঘটনা ঘটে। প্লাবিত গ্রামগুলো হলো-দৌলতপুর, ঘনিয়ামোড়া, সাহাপাড়া, বৈরাগপুর ও দক্ষিণ দৌলতপুর।

ফুলগাজীর স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম রাজু জানান, পানির ক্ষীপ্রতা অনেক বেশি। আজ রোববার বিকেলের মধ্যে আরও বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ফুলগাজী সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত তার ইউনিয়নে ১ হাজার একর পাকা আমন ধান পানিতে তলিয়ে গেছে। এতে করে কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণে একের পর এক বাঁধ ভাঙছে, গ্রামগুলো প্লাবিত হচ্ছে।

এ ব্যাপারে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী আরিফুর রহমান ভূঁইয়া বলেন, এখন পর্যন্ত মুহুরী এবং প্রভা নদীর দুটি স্থানে বাঁধ ভেঙ্গে গিয়ে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যেহেতু পানির প্রবাহ এখন পর্যন্ত অনেক বেশি সে কারণে কোনোভাবে কাজ ধরা যাচ্ছে না।

স্থানীয়দের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, স্থানীয়রা কোন ধরনের সহযোগিতা করে না।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877