স্বদেশ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ৪২টি অঙ্গরাজ্যের দিকে এখন আর মার্কিনিদের তেমন দৃষ্টি নেই। সবাই তাকিয়ে আছে বহুল আলোচিত আট অঙ্গরাজ্যের দিকে। একযোগে ৫০টি অঙ্গরাজ্যে ভোটগ্রহণ হলেও সবার নজর এখন ফ্লোরিডা, ওহাইও, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা, পেনসিলভানিয়ার মতো রাজ্যগুলোর দিকে। এসব অঙ্গরাজ্যের ভোটের ফলাফলে নির্ধারণ করবে ডোনাল্ড ট্রাম্প-জো বাইডেনের ভাগ্যফল। ১২৫ ইলেক্টোরাল ভোট থাকা এ আট রাজ্যকেই এবার বলা হচ্ছে সুইং স্টেট।
এসব সুইং স্টেটে দুজনের মধ্যকার ব্যবধান খুব সামান্য। তাই কাউকে এগিয়ে রাখার ঝুঁকি নিতে চান না বিশ্লেষকরা। জনমত জরিপে, বাকি ৪২ রাজ্যে যেকোনো একজন স্পষ্ট ব্যবধানে এগিয়ে থাকলেও এসব রাজ্যে দুই প্রার্থীর মধ্যে রয়েছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সৌভাগ্যের প্রতীক বলা হয় ওহাইও অঙ্গরাজ্যকে। এই অঙ্গরাজ্যে হারলে পুরো নির্বাচনে হার। আর জিতলেই নিশ্চিত হোয়াইট হাউজের টিকিট। এর আগে ১৩টি প্রেসিডেন্ট নির্বাচনে এর ব্যতিক্রম হয়নি। একেকবার একেক দলকে সমর্থন দেওয়ায় দোদুল্যমান বা সুইং স্টেট হিসেবে পরিচিত ওহাইও।
ওহাইও ছাড়াও এবার সুইং স্টেট বিবেচনা করা হচ্ছে আরও সাতটি রাজ্যকে। ইলেক্টোরাল ভোটের জটিল সমীকরণে মূল ব্যবধান গড়ে দেবে ফ্লোরিডা, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা, পেনসিলভানিয়া, উইসকনসিন, অ্যারিজোনা এবং আইওয়া। স্বাভাবিকভাবেই এ আট রাজ্যের ১২৫ ইলেক্টোরাল ভোটের দিকে নজর দুই প্রার্থীর। জনমত জরিপে, অন্য রাজ্যগুলোতে স্পষ্ট ব্যবধান জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে।