শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৬:৫৪ পূর্বাহ্ন

হাজতের রড বাঁকিয়ে পালালেন আসামি

হাজতের রড বাঁকিয়ে পালালেন আসামি

স্বদেশ ডেস্ক:

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সদস্যরা গতকাল সোমবার বিকেলে শুভ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নিয়ে আসে। সন্ধ্যায় ডিবি কার্যালয়ের হাজতের রড বাঁকা করে তিনি পালিয়ে যান। এ ঘটনায় সেখানকার কর্তব্যরত কর্মকর্তা ও এক সেপাইকে প্রত্যাহার করা হয়েছে।

নগরের খড়বোনা এলাকার বাসিন্দা ও মাদক ব্যবসায়ী শুভকে পরে ফের আটকের জন্য ডিবিসহ আরএমপির বিভিন্ন থানার পুলিশ অভিযান শুরু করে। এদিকে সন্ধ্যায় এ ঘটনার পর নগরের লক্ষ্মীপুর এলাকায় ডিবি কার্যালয়ে আসেন আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক। হেফাজতে থাকা মাদক মামলার আসামি এভাবে পালিয়ে যাওয়ায় কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীদের তিনি তিরস্কার করেন।

এসব ঘটনা নিশ্চিত করেছেন ডিবি পুলিশের উপকমিশনার (ডিসি) আবু আহম্মেদ আল মামুন। কিন্তু তিনি বিস্তারিত কিছু জানাননি। বরং আরএমপির মুখপাত্রের কাছ থেকে তথ্য নেওয়ার পরামর্শ দেন। এ ছাড়া রাজশাহী ডিবি পুলিশের পরিদর্শক মশিউর রহমানও বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি।

যোগযোগ করা হলে আরএমপির মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, আসামি হাজতখানার রড বাঁকা করে পালিয়ে গেছেন। এ ঘটনায় দুজনকে প্রত্যাহার করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877