শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৭:২৫ পূর্বাহ্ন

দুই পায়ের রগ কেটে দেওয়া সেই স্কুলশিক্ষকের মৃত্যু

দুই পায়ের রগ কেটে দেওয়া সেই স্কুলশিক্ষকের মৃত্যু

স্বদেশ ডেস্ক:

বগুড়ার সারিয়াকান্দিতে দুই পায়ের রগ কেটে দেওয়া সাইফুল ইসলাম শফিকুল (৫৫) নামের সেই স্কুলশিক্ষক মারা গেছেন। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সাইফুল ইসলাম শফিকুল গাবতলী উপজেলার দুর্গাহাটা বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের মাঝ বাড়ি গ্রামের মৃত হাইতুল্লাহ প্রমাণিকের ছেলে।

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, শফিকুল মাস্টার গত বুধবার সকালে তার বগুড়া শহরের নারুলীর বাসা থেকে বের হয়ে দুর্গাহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ে যান। সারা দিন তিনি দুর্গাহাটা এলাকাতেই ছিলেন। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। গতকাল বৃহস্পতিবার ভোরে মাঝবাড়ি গ্রামের কয়েকজন ব্যক্তি মাছ ধরতে যাওয়ার পথে তালদহ মাঠে কাঁচা রাস্তার ওপর দুই পায়ের রগ কাটা এবং মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় শফিকুল মাস্টারকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।

সংবাদ পেয়ে পুলিশ গিয়ে গ্রামবাসীর সহায়তায় শফিকুল মাস্টারকে উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।  আজ শুক্রবার  সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ঘটনাস্থল পরিদর্শনকারী সারিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব হাসান জানান, স্থানীয় বাসিন্দাদের কাছে সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়। তিনি অজ্ঞান থাকায় এই হামলার প্রকৃত কারণ এবং হামলাকারী দুর্বৃত্তদের সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। তবে তার স্বজন ও বিদ্যালয় এলাকায় খোঁজ নিয়ে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

শজিমেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুল আজিজ মন্ডল ওই শিক্ষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877