স্বদেশ রিপোর্ট: আওয়ামা লীগ নেতা মাহবুবুর রহমান মিলন বলেন.“ আমি অনেক দেখেছি, জীবনের লম্বা সফরে অবিশ্বাস্য সব পরিবর্তন ঘটতে দেখেছি। এই আমি বাংলার এক ছোট্ট কুপি জ্বালানো গ্রাম থেকে ঝাড়বাতির রোশনাই আলোর দিল্লিতে এসেছি। জনতার সাথে মিশে মিশে জেনেছি, ক্ষুদার চেয়ে বড় কোন অপমান আর নেই মানুষের”⁃প্রনব মুখোপাধ্যয়
সেই তিনি আজ চলে গেলেন। তার প্রয়ানে আমরা গভীর শোকাহত। বাংলাদেশ অকৃত্রিম বন্ধু ভারতের প্রয়াত সাবেক রাষ্ট্রপতি প্রনব মুখোপাধ্যায়ের বিদেহী আত্মার চিরশান্তির কামনা করি। শোক বার্তায় স্বাক্ষ দেন -মাহবুবুর রহমান মিলন, মোয়াজেম ইকবাল, শেলী আহসান, জসিমউদ্দিন, ইলিয়াস ঠাকুর, করিমুজামান, মো. তোহা, রুমেল, আবেদ আমির, মো. সামু, কনক রেজা, টি টু বেপারী, ইসতিয়াক বাবু, আফজাল চৌধুরী, ইউনুস, জিয়াদ রানা, মেহেদী হাসান, বাচ্চু, তারেক, মো. ইসলাম, কাজী শাহজাহান, শামীম সাহিদ,মো. নুর, মনিরুল ইসলাম, রুহুল আমিন, আবু বকর, মো. সেলিম প্রমু খ।