স্পোর্টস ডেস্ক:
আর্জেন্টিনার রোজারিও, যেখানে শেকড় লিওনেল মেসির। কৈশোরে রোজারিও থেকে স্পেনে পাড়ি জমালেও জন্মস্থানকে কি আর ভুলে থাকতে পারেন আর্জেন্টাইন অধিনায়ক! করোনার এই সময়ে জন্মস্থান রোজারিওর মানুষের সহযোগিতার জন্য এগিয়ে এসেছেন বার্সেলোনা তারকা। সেখানকার হাসপাতালগুলোর জন্য দান করেছেন ৫০টি কৃত্রিম শ্বাসযন্ত্র। নিজের নামে গড়া লিও মেসি ফাউন্ডেশনের মাধ্যমে আর্জেন্টিনার হাসপাতালগুলোকে ভেন্টিলেটর দিয়েছেন মেসি।
দক্ষিণ আমেরিকায় বর্তমানে করোনা ভাইরাস পরিস্থিতি খুবই খারাপ। গত মার্চের শেষ দিকে যেমন স্পেনের সবকিছু ধসে গিয়েছিল, তেমন ঝুঁকির মধ্যে আছে আর্জেন্টিনা। পড্রথম ধাপে গত শুক্রবার ৫০টি ভেন্টিলেটরের মধ্যে ৩২টি রোজারিওতে পৌঁছেছে। ব্যক্তিগতভাবেও মেসি করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ১০ লাখ ইউরোর বেশি কাতালুনিয়া ও আর্জেন্টিনায় অনুদান দিয়েছেন। তবে শুধু আর্জেন্টিনাতেই নয়, নিয়মিতই বার্সেলোনার বিভিন্ন হাসপাতালে অনুদান দেওয়ার নজির আছে মেসির।
গত বছর তার ফাউন্ডেশনের মাধ্যমে সান হুয়ান দে লেউ হাসপাতালে শিশুদের ক্যানসারের জন্য তহবিল গড়েছিলেন তিনি। মানবিক কাজে সব সময় এগিয়ে আসেন লিওনেল মেসি। ইউনিসেফের তহবিলে শিশুদের জন্য অর্থ দান করা থেকে শুরু করে আর্জেন্টিনায় বাস্তুহারা ও ক্ষুধার্ত মানুষদের পাশে দাঁড়াতে দেখা গেছে তাকে।