বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১০:০৫ পূর্বাহ্ন

২৩ কোটি বছরের হীরা

স্বদেশ ডেস্ক:

হীরাটির আয়তন ৪৭*২৪*২২ মিলিমিটার। তার উজ্জ্বলতাও প্রখর। এমনই একটি আশ্চর্য হীরকখণ্ডটি মিলেছে রাশিয়ার ভূগর্ভ থেকে। ভূবিজ্ঞানীরা বলছেন, হলদে-বাদামি এই বৃহদাকার হীরকখণ্ডটি ২৩ কোটি বছরের পুরনো হতে পারে।

শুক্রবার রাশিয়ার অ্যানাবার নদীর ধারে আলরোসার এবেলিয়াখ খনি থেকে উদ্ধার হয় এই হিরকখণ্ডটি। এখনো স্থির হয়নি হিরকখণ্ডটি পালিশ করে নিজেরাই বিক্রি করবে আলরোসা নামক সংস্থাটি, নাকি অবিকৃত অবস্থায় নিলামে তোলা হবে। তবে হিরাটির দাম হবে কয়েকশ কোটি ডলার এ কথা নিশ্চিত।

২০১৭ সালের গ্রীষ্মকালেও একটি বিরল গোলাপি হিরা পাওয়া যায় এই খনি থেকেই। তবে রাশিয়ায় অতীতে এই মাপের হিরকখ- অতীতে কখনো পাওয়া যায়নি। সংস্থার কর্ণধার পাভেল ভিনিখিন স্বভাবতই বেজায় খুশি। তার কথায়, স্মরণীয় আবিষ্কার হলো আমাদের এই খনি থেকে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877