সোমবার, ০৩ Jun ২০২৪, ০৭:০৯ অপরাহ্ন

আসামী ধরতে গিয়ে পানিতে ডুবে র‌্যাব কর্মকর্তার মৃত্যু

আসামী ধরতে গিয়ে পানিতে ডুবে র‌্যাব কর্মকর্তার মৃত্যু

স্বদেশ ডেস্ক:

জয়পুরহাটের পাঁচবিবিতে মাদকের মামলার আসামি ধরতে পিছু ধাওয়া করতে গিয়ে শনিবার ছোট যমুনার নদীর পানিতে ডুবে এক র‌্যাব কর্মকর্তার মৃত্যু হয়েছে।

মৃত সাহেদুজ্জামান (সাহেদ) জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একজন সহকারী পরিদর্শক(এসআই)। তার বাড়ি দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার তেনা গ্রামে।

র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকালে ক্যাম্প থেকে কয়েকজন র‌্যাব সদস্যসহ সাহেদুজ্জামান পাঁচবিবি উপজেলার বড় মানিক এলাকায় ছোট যমুনা নদীর পাশে মাদকের আসামি ধরতে যায়। ওই সময় র‌্যাব সদস্যদের দেখে আসামিরা পালানোর জন্য নদীতে ঝাঁপ দেয়। তাদের ধরতে র‌্যাবের সাহেদুজ্জামানও নদীতে ঝাঁপ দেয়। কিন্তু অন্য র‌্যাব সদস্যরা নদী থেকে উপরে উঠে আসলেও সাহেদুজ্জামানকে পাওয়া যায় না। খোঁজাখুঁজির করার বেশ কিছু পর ওই নদী থেকে অচেতন অবস্থায় সাহেদকে উদ্ধার করে পাঁচবিবির মহীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সূত্র : ইউএনবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877