স্বদেশ ডেস্ক:
করোনাভাইরাসের ‘হটস্পট’ কুমিল্লায় সংক্রমণের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে মৃতের সংখ্যাও বাড়ছে।
কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। তারা সবাই পুরুষ।
মৃত ব্যক্তিরা হলেন সদর উপজেলার রসুলপুরের মো. আলম হোসাইন (৫১), লাকসামের নেপাল চন্দ্রদাস (৫৫), লালমাইয়ের দুদু মিয়া (৭০), আদর্শ সদরের মান্নান (৮২) ও সদর দক্ষিণের হাসান ইমাম (৬৮)।
হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন এ তথ্য জানিয়েছেন।
জেলায় এ পর্যন্ত করোনা পজেটিভ ও উপসর্গ নিয়ে মারা গেলেন ১২২ জন।
বর্তমানে করোনা পজেটিভ ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন ১০৫ জন। এদের মাঝে ৫৫ জনের করোনা পজেটিভ।
এদিকে, করোনা পজেটিভ হিসেবে কুমিল্লায় শনাক্ত হয়েছেন আরো ৯১ জন। এ নিয়ে জেলায় সর্বমোট ৪ হাজার ৫৬৫ জন করোনা আক্রান্ত হলেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ৫৩৯ জন।
সূত্র : ইউএনবি