রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:০৯ অপরাহ্ন

রাজশাহী বিশ্ব‌বিদ্যালয়ে নেওয়া হচ্ছে না এন্ড্রু কিশোরের মরদেহ

রাজশাহী বিশ্ব‌বিদ্যালয়ে নেওয়া হচ্ছে না এন্ড্রু কিশোরের মরদেহ

স্বদেশ ডেস্ক:

রাজশাহী বিশ্ব‌বিদ্যালয়ে নেওয়া হচ্ছে না প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরের মরদেহ। এ তথ্য নিশ্চিত করেছেন এন্ড্রু কিশোরের শিষ্য মোমিন বিশ্বাস।

তিনি বলেন, ‘রাজশাহী বিশ্ব‌বিদ্যালয় কর্তৃপক্ষ দায়িত্ব নিয়েছিলেন এন্ড্রু কিশোরের মরদেহ আগামী বুধবার বেলা ১১টায় শহীদ মিনারে নেওয়া হবে এবং সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। এটা বিশ্ববিদ্যালয়েই প্ল্যান ছিল।’

মোমিন বিশ্বাস বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের এই পরিকল্পনায় তার পরিবারের সবাই সম্মতি দিয়েছিলেন। কিন্তু আজ ১৩ তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো পূর্ব প্রস্তুতি না থাকায় করোনা পরিস্থিতি এবং মানুষের জনসমাগম চিন্তা করে এটা এই মুহূর্তে স্থগিত করা হলো।’

তাহলে শেষ যাত্রা কীভাবে হবে? এমন প্রশ্নের উত্তরে মোমিন বিশ্বাস বলে, বুধবার সকালে রাজশাহী মেডিকেল কলেজের হিমঘর থেকে তাকে নেওয়া হবে গির্জায়।  সেখানে ধর্মীয় প্রার্থনা ও রীতিনীতি সম্পন্ন করে তাকে পারিবারিক গোরস্থানে নেওয়া হবে।’

এর আগে আজ সকালে রাজশাহীতে এসে পৌঁছেন এন্ড্রু কিশোরের মেয়ে সঙ্গা।

প্রসঙ্গত, গত বছরের সেপ্টেম্বর থেকে ক্যান্সারে (নন-হজকিন লিম্ফোমা) আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন এন্ড্রু কিশোর। দীর্ঘ ৯ মাস চিকিৎসাধীন এন্ড্রু কিশোর ১১ জুন রাতে একটি বিশেষ ফ্লাইটে দেশে ফেরেন। তারপর মিরপুর বাসায় থাকার পর রাজশাহী নিজ গ্রামে চলে যান। তারপর থেকে সেখানে তার বোনের বাসা সংলগ্ন ক্লিনিকেই ছিলেন। ৬ জুলাই সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে না ফেরার দেশে চলে গেছেন বাংলা গানের এই সম্রাট।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877