রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:৪০ অপরাহ্ন

করোনা রোগী পরিবহনে কক্সবাজার জেলা পুলিশের ‘ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস’

করোনা রোগী পরিবহনে কক্সবাজার জেলা পুলিশের ‘ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস’

স্বদেশ ডেস্খ:

‘মানুষের জন্য মানুষ’ সেবার এই ব্রত নিয়ে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের পরিবহনে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে কক্সবাজার জেলা পুলিশ। আজ শুক্রবার সকালে জেলার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় পুলিশ সুপার বলেন, ‘করোনা সংক্রমণ এলাকার দিক দিয়ে দেশে কক্সবাজার ৪ নম্বরে রয়েছে। কক্সবাজারে দিন দিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে কিন্তু এসব রোগী পরিবহনে সরকারি অ্যাম্বুলেন্স সেবার সংকট রয়েছে। যার কারণে অনেকে আছেন যারা ঠিক সময়ে হাসপাতালে আসতে পারছেন না। এ ছাড়া অ্যাম্বুলেন্সের অভাবে হাসপাতালে আনতে না পেরে উপসর্গ নিয়ে অনেক রোগী মারাও গেছে।’

তিনি আরও বলেন, ‘তাই এই পরিস্থিতি মোকাবিলায় কক্সবাজার জেলা পুলিশ ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিসের সিদ্ধান্ত নেয়। যেমন, করোনা আক্রান্ত পুলিশের জন্য একটি আলাদা অ্যাম্বুলেন্স রয়েছে। ঠিক তেমনি মানুষের সেবার জন্য পুলিশের যে মানসিকতা রয়েছে তা সারা দেশে অব্যাহত রয়েছে, এই করোনা মহামারিতে পুলিশ জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে। এই মানসিকতা থেকে জেলার যারা অ্যাম্বুলেন্সের জন্য সঠিক সময়ে হাসপাতালে আসতে পারছেন না বা বাসা থেকে আইসোলেশন সেন্টারে যেতে পারছেন না; তাদের কথা চিন্তা করে কক্সবাজার জেলা পুলিশ এই ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিসটি চালু করেছে।’

এ সেবা কার্যক্রম উদ্বোধনের সময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোছাইন, অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877