বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৯:৪৭ পূর্বাহ্ন

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছাড়াল, মৃত্যু ৪৩৪৬

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছাড়াল, মৃত্যু ৪৩৪৬

স্বদেশ ডেস্ক:

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে। আর দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৪ হাজার ৩৪৬ জন।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৬ হাজার ৩৮৭ জন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫১ হাজার ৭৬৭ জন।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অর্থাৎ গত ১০ দিনে দেশটিতে আক্রান্ত হয়েছেন ৬০ হাজারেরও বেশি মানুষ। এর মধ্যে গত শুক্রবার থেকে সোমবার পর্যন্ত টানা চারদিন সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড গড়েছে দেশটি।

বুধবার সকালে ভারতের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১৭০ জন করোনা পজিটিভ ব্যক্তি মারা গেছেন। ফলে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৩৩৭ জন। এর আগের ২৪ ঘণ্টায় মারা গিয়েছিলেন ১৪৭ জন। অর্থাৎ এদিন দৈনিক মৃতের সংখ্যা বেড়েছে।

পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ভারতে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছে ৬৪ হাজার ৪২৬ জন।

ভারতে করোনায় আক্রান্তের মধ্যে এক তৃতীয়াংশের বেশি মহারাষ্ট্রে। এই একটি রাজ্যেই আক্রান্ত হয়েছেন অন্তত ৫৪ হাজার ৭৫৮ জন, মারা গেছেন ১ হাজার ৭৯২ জন। ভারতে মোট মৃত্যুর প্রায় ৪২ শতাংশ মহারাষ্ট্রে হয়েছে।

আক্রান্তের হিসাবে দ্বিতীয় অবস্থানে তামিলনাড়ু। দক্ষিণাঞ্চলীয় এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৭২৮, মৃত্যু ১২৭ জনের।

গুজরাটে আক্রান্ত ১৪ হাজার ৮২১ জন, মৃত্যু হয়েছে ৯১৫ জনের। এছাড়া ভারতের রাজধানী দিল্লিতে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৪৬৫ জন, মারা গেছেন ২৮৮ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877