রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৬ অপরাহ্ন

সিলেটে তেলের লরি বিস্ফোরণে দুইজন নিহত

সিলেটে তেলের লরি বিস্ফোরণে দুইজন নিহত

সিলেটের দক্ষিণ সুরমায় তেলের লরি বিস্ফোরণে দুইজন নিহত এবং একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় উপজেলার কুচাইতে মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে মেরামতের সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, লরির চালক মনির (৫০) ও ওয়ার্কশপের কর্মচারি কমর উদ্দিন (৩৫)। সিলেট মহানগরীর মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, পদ্মা অয়েল কোম্পানীর তেলের লরিটি (ঢাকা মেট্রো চ-৪১-০২০৯) মেরামতের জন্য ওয়ার্কশপে নিয়ে যান চালক। মেরামতের সময় তেল থেকে আগুনের সূত্রপাত হয়। বিস্ফোরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুইজনের।

আহত অপর কর্মচারিকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

সূত্র : বাসস

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877