শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৪:৪৩ অপরাহ্ন

বগুড়ায় পুলিশ, ডাক্তার ও ব্যাংকারসহ নতুন করে আরো ৫ জনের করোনা শনাক্ত

বগুড়ায় পুলিশ, ডাক্তার ও ব্যাংকারসহ নতুন করে আরো ৫ জনের করোনা শনাক্ত

বগুড়া জেলায় গত ২৪ ঘণ্টায় পুলিশ, চিকিৎসক ও ব্যাংকারসহ নতুন করে আরো পাঁচজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে বগুড়া জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫৭ জনে।

বুধবার রাতে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা: মোস্তাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে বগুড়ার ৯৬টির মধ্যে পাঁচজনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে দুইজন বগুড়া জেলা পুলিশের এসআই, কাহালু উপজেলার দুই ব্যাংক কর্মকর্তা ও বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের একজন চিকিৎসক। চিকিৎসক আক্রান্ত হওয়ায় তার সংস্পর্শে আসা ওই হাসপাতালের স্বাস্থ্য ও সাধারণ শাখার ১৭ জন কর্মীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের আরএমও ডা: শফিক আমিন কাজল।

এছাড়া বগুড়া ল্যাবে জয়পুরহাটের ৮৯টি নমুনা পরীক্ষার ফলাফলে দুটি পজিটিভ, সিরাজগঞ্জ, গাইবান্ধা ও নওগাঁর একটি করে নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।

সর্বশেষ বুধবার রাত পর্যন্ত বগুড়া জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫৭ জনে। এদের মধ্যে ৯ জন সুস্থ হওয়ায় এখন চিকিৎসাধীন ৪৮ জন। তারা নিজ নিজ বাসা ও করোনা আইসোলেশন কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877