সৌদি আরবের পবিত্র ভূমি মক্কায় মসজিদ উল হারামে স্থাপন করা হয়েছে ‘সেল্ফ ইস্টিরাইলিজেশন’ গেট। এ দরজা দিয়ে গমনাগমনের সময় মুসল্লিরা নিজেরাই জীবাণুমুক্ত হয়ে যেতে পারবেন।
গতকাল বৃহস্পতিবার মসজিদুল হারামে উচ্চ প্রযুক্তি সম্পন্ন এই জীবাণুনাশক মেশিন রিডেবল গেটটি স্থাপন করা হয়। সৌদি গেজেটের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।
সেল্ফ ইস্টিরাইলিজেশন গেটটি পরীক্ষা মূলকভাবে প্রথম দফায় সফলতা আসলে পরবর্তীতে মসজি উল হারামের প্রতিটি দরজায় এটি ব্যবহার করা হবে বলে জানায় কর্তৃপক্ষ।
সৌদি গেজেটের প্রতিবেদনে জানানো হয়েছে, কোনো ধর্মপ্রাণ মুসল্লী কাবা শরীফে যেতে চাইলে তাকে সেল্ফ ইস্টিরাইলিজেশন গেটের মাধ্যমে প্রবেশ করতে হবে। এই গেটের মাঝখান দিয়ে যাতায়াতের সময় চারিদিক থেকে জীবাণুনাষক মুসল্লীর শরীরে স্প্রে হয়ে যাবে। এতে তারা জীবাণুমুক্ত হয়ে কাবা ঘরে প্রবেশ করতে পারবে। এটি দিয়ে খুব সহজে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা যাবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।