সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:২২ পূর্বাহ্ন

আলোচিত রানা প্লাজা ধসের ৭ বছর আজ

আলোচিত রানা প্লাজা ধসের ৭ বছর আজ

দেশের তৈরি পোশাক শিল্প কারখানার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ট্রাজেডি সাভারের বহুল আলোচিত রানা প্লাজা ধসের সাত বছর শুক্রবার পালিত হচ্ছে। করোনাভাইরাস মহামারির কারণে দেশব্যাপী লকডাউন চলায় এবছর বাইরে কোনো কর্মসূচি নেই।

এই ভবন ধসে হতাহতদের স্মরণে প্রতি বছর নানা কর্মসূচি পালন করেন বিভিন্ন মানবাধিকার সংগঠন, শ্রমিক সংগঠন ও বাম রাজনৈতিক দলগুলো।

এ বছর সাভার-আশুলিয়ার ২৫টি শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা ঘরে অবস্থান করেই সবাইকে দিনটি পালনের আহ্বান জানিয়েছে। তারা সব কর্মসূচি স্থগিত করেছে।

ভিকটিমদের স্মরণে বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাস্থলে অস্থায়ী শহীদ বেদীতে মোমবাতি প্রজ্জ্বল্লন করা হয়। সাভার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহফুজ এসময় উপস্থিত ছিলেন।

সাভারে অবৈধভাবে গড়ে তোলা রানা প্লাজা ভবনটি ২০১৩ সালের ২৪ এপ্রিল ধসে পড়ে। ভবনটিতে পাঁচটি গার্মেন্ট ফ্যাক্টরি ছিল। দুর্ঘটনায় ১১৩৮ জন পাণ হারান এবং আহত হন দুই হাজারেরও বেশি মানুষ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877