বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩৬ অপরাহ্ন

বাংলাদেশে করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১০, আক্রান্ত ৩৯০

বাংলাদেশে করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১০, আক্রান্ত ৩৯০

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ১০ জনের এবং আক্রান্ত হয়েছেন ৩৯০ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১২০ জনে এবং আক্রান্ত ৩৭৭২ জন।

আজ বুধবার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।

তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩০৯৬টি। এ সময়ে সুস্থ হয়েছেন পাঁচজন। এ নিয়ে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৯২ জন।

মারা যাওয়া ব্যক্তিদের সম্পর্কে জানানো হয়, ১০ জনের মধ্যে পুরুষ সাতজন ও নারী তিনজন। এদের মধ্যে সাতজন ঢাকার এবং বাকি তিনজন ঢাকার বাইরের। ময়মনসিংহ, টাঙ্গাইল ও নারায়ণগঞ্জে অধিবাসী এ তিনজন।

আইসোলেশনের তথ্যে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মোট আইসোলেশনে রাখা হয়েছে ১৫০ জনকে এবং এ পর্যন্ত মোট ৯০০ জনকে আইসোলেশনে রাখা হয়।

অধ্যাপক ডা: নাসিমা সুলতানা আরো জানান, এ পর্যন্ত বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে ৫৫টি জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার কথা জানায় সরকার।

১৮ মার্চ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তির মৃত্যু হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877