ঢাকাই সিনেমার ড্রিমগার্ল’খ্যাত চিত্রনায়িকা রোজিনার জন্মদিন আজ। করোনাভাইরাসের মহামারির কারণে বিশেষ এই দিনটি তিনি কাটাচ্ছেন কোনো আয়োজন ছাড়াই। দৈনিক আমাদের সময় অনলাইনের পক্ষ থেকে ফোন করা হলে চিত্রনায়িকা রোজিনা বলেন, ‘এমন পরিস্থিতিতে জন্মদিনের আয়োজন করার কথা ভাবতেও পারি না। রাত থেকেই আত্মীয়-স্বজন ও পরিচিতজনরা ফোনে শুভেচ্ছা জানাচ্ছে। সবার ভালোবাসায় সত্যি আমি মুগ্ধ।’
রোজিনা জানান, করোনার কারণে প্রায় এক মাস ধরে স্বেচ্ছায় ঘরবন্দী আছেন তিনি। ছুটি দিয়েছেন বাসার কর্মচারীদেরও। বাসার সব কাজ এখন তাকেই করতে হচ্ছে।
রোজিনার ভাষ্য, ‘লকডাউনে না পড়লে বুঝতেই পারতাম না, বাসার লোকজনরা কত কষ্ট করে। কত সুন্দর করে তারা সব কিছু গুছিয়ে রাখে। ঘরের কাজ থেকে শুরু করে বাগানের পরিচর্যা সব কিছুই এখন আমাকে করতে হচ্ছে।’
করোনাভাইরাসের এই পরিস্থিতি থেকে সবার শিক্ষা নেওয়া উচিৎ বলে মনে করে রোজিনা। তিনি বলেন, ‘একদিন সব কিছু ঠিক হয়ে যাবে, এমনটাই সবার প্রত্যাশা। তবে বিশ্বের এই মহামারি থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। একটি ভাইরাসের কাছে আমরা কত অসহায়। বিগ পাওয়ার যে একজন আছে, এটা সবাইকে মানতে হবে। যিনি সবকিছুর মালিক, সকল ক্ষমতা তার হাতে। মানুষের হাতে কোনো ক্ষমতা নেই। এসব ভেবে মানুষকে এবার সতর্ক হতে হবে, খারাপ চিন্তাগুলো বের করে দিতে হবে, সবার সঙ্গে সুন্দর সম্পর্ক গড়ে তুলেতে হবে। তবেই পৃথিবীটা হয়ে উঠবে সুন্দর ও শান্তির।’
সবশেষে এই অভিনেত্রী বলেন, ‘করোনার এই সময়গুলোতে আতঙ্কিত হলে চলবে না, প্রয়োজন সচেতনতা। একটু সচেতন হলে আমরা আমাদের পরিবার ও পুরো দেশকে বাঁচাতে পারবো। তাই সবাইকে সরকারের দেওয়া নির্দেশগুলো মেনে চলার আহ্বান করছি।’