সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৩১ অপরাহ্ন

করোনার চিকিৎসায় চট্টগ্রামে আজ চালু হচ্ছে দেশের প্রথম ফিল্ড হাসপাতাল

করোনার চিকিৎসায় চট্টগ্রামে আজ চালু হচ্ছে দেশের প্রথম ফিল্ড হাসপাতাল

কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য দেশে প্রথম একটি অস্থায়ী ৬০ শয্যার ফিল্ড হাসপাতাল তৈরি হয়েছে চট্টগ্রামে।

উদ্যোগ নেয়ার পর মাত্র ২১ দিনে আজ মঙ্গলবার এই হাসপাতালের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু এবং রোগী ভর্তি শুরু হবে।

শহরের নিকটবর্তি সীতাকুণ্ডে করোনা শনাক্তের পরীক্ষাগার ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের (বিআইটিআইডি) কাছাকাছি ফকিরহাট পাক্কার মাথা এলাকায় বেসরকারি একটি শিল্প প্রতিষ্ঠানের ভবনে নির্মিত এই হাসপাতালের নামকরণ করা হয়েছে ‘চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল’ (সিএফএইচ)।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের শিল্প প্রতিষ্ঠান নাভানা গ্রুপের দেয়া একটি দ্বিতল ভবনের ৬ হাজার ৫০০ বর্গফুট জায়গা নিয়ে গড়ে উঠেছে এই হাসপাতালটি। এর জন্য ইতোমধ্যে ১০টি আইসিইউ বেড ও চারটি ভেন্টিলেটর সংগ্রহ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ ছাড়া, করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য চিকিৎসক, নার্স ও স্বেচ্ছাসেবক মিলিয়ে মোট ৩৫ জনের একটি দল গঠন করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়ার বড় ভাই আমেরিকান ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ডা: বিদ্যুৎ বড়ুয়া এ হাসপাতালের উদ্যোক্তা। তিনি একমাস আগে ফেসবুকে এ হাসপাতাল নির্মাণের কথা জানিয়ে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে একটি স্ট্যাটাস দেন।

সেখানে তিনি বলেন, মাত্র এক লাখ লোক ১০০ টাকা করে দিলেই এক কোটি টাকার ফান্ড হবে, আর এ টাকায় হাসপাতাল তৈরি সম্ভব। এরপর ব্যাপক সাড়া পড়ে।

কোনো শিল্পপতির কাছে অনুদান চাওয়া হয়নি বলে জানান ডা: বিদ্যুৎ বড়ুয়া। এক লাখ মানুষের টাকা দিয়ে এ হাসপাতাল তৈরি হয়েছে। তবে ভবন ও জায়গা দিয়ে এর সাথে শরিক হয়েছেন নাভানা গ্রুপের ভাইস-চেয়ারম্যান সাজেদুল ইসলাম। তিনি এ হাসপাতাল নির্মাণের অন্যতম উদ্যোক্তা।

নবনির্মিত এ ফিল্ড হাসপাতালে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে প্রায় ২৮৭ জন তরুণ আবেদন করলেও ২৫ জনকে নির্বাচিত করেছে কর্তৃপক্ষ। তাদেরকে করোনা রোগীর যত্ন বিষয়ক প্রশিক্ষণও দেয়া হয়েছে।

এ ব্যাপারে ইউএনবির সাথে আলাপকালে ডা: বিদ্যুৎ বড়ুয়া বলেন, ‘এমন সময়ে আমরা এ হাসপাতালটি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে চালু করতে যাচ্ছি, যখন সারা দেশে করোনা রোগীরা চিকিৎসা নিয়ে নানা ধরনের দুর্ভোগের মুখোমুখি হচ্ছেন। আমরা প্রমাণ করতে চাই করোনা রোগীরা অবহেলার পাত্র নয়। নিজেরা নিরাপদে থেকে তাদের সেবা দেয়া যায়। আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মঙ্গলবার থেকে আমাদের কার্যক্রম চালু হচ্ছে।’

তিনি বলেন, ‘আমরা ৩৭টি বেড স্থাপন করছি। এছাড়াও থাকছে পাঁচটি ভেন্টিলেটর। একটি অ্যাম্বুলেন্স ও একটি মাইক্রোবাস আছে রোগী ও চিকিৎসক পরিবহনে। ধীরে ধীরে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বাড়ানোর পরিকল্পনা আছে। ইতোমধ্যেই আমরা চিকিৎসক, নার্স ও স্বেচ্ছাসেবকদের জন্য প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম সংগ্রহ করেছি। আপাতত আমরা রোগীদের আইসিইউ সুবিধা দিতে পারব না। তবে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও সিভিল সার্জন মহোদয়ের সাথে আমাদের কথা হয়েছে। প্রয়োজনে জেনারেল হাসপাতালের আইসিইউ সুবিধা নিতে পারবেন রোগীরা।’

এ ব্যাপারে নাভানা গ্রুপের জেনারেল ম্যানেজার (জিএম) আরাফাতুর রহমান বলেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা: বিদ্যুৎ বড়ুয়া চট্টগ্রামে একটি ফিল্ড হাসপাতাল তৈরির উদ্যোগ নেয়। হাসপাতালটিতে তৈরিতে নাভানা গ্রুপের ভাইস-চেয়ারম্যান সাজেদুল ইসলাম নিজেদের একটি ভবন বরাদ্দ দেয়ার আগ্রহ প্রকাশ করেন। এরপর এ হাসপাতাল নির্মাণের জন্য ফৌজদারহাটে নাভানা গ্রুপের ছয় হাজার ৮০০ বর্গফুটের একটি ভবন ফিল্ড হাসপাতাল তৈরির জন্য গত ১ এপ্রিল উদ্যোক্তাদের দেয়া হয়। নাভানা গ্রুপের পক্ষ থেকে ইতোমধ্যে কিছু চিকিৎসা সরঞ্জাম দেয়া হয়েছে। পাশাপাশি প্রয়োজনে যেকোনো সহযোগিতার জন্য উদ্যোক্তাদের জানাতে বলেছি।

সূত্র : ইউএনবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877