রাজশাহীতে ঢাকা ফেরত এক ব্যক্তির শরীরে নভেল করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রাজশাহীর পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বগুড়াপাড়া গ্রামে তার বাড়ি। ওই ব্যক্তির বয়স প্রায় ৫০ বছর। তিনি ঢাকার শ্যামলীতে একটি দোকানের কর্মচারী ছিলেন। গত ৮ এপ্রিল তিনি ঢাকা থেকে গ্রামের বাড়ি এসেছেন। রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: গোপেন্দ্রনাথ আচার্য রোববার রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কয়েক দিন আগে হালকা জ্বর এবং কাশি নিয়ে ওই ব্যক্তি ঢাকা থেকে আসেন। তখন তার হোম কোয়ারেন্টিন নিশ্চিত করা হয়। গত বৃহস্পতিবার তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ল্যাবে পাঠানো হয়। শনিবার নমুনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে। নিশ্চিত হতে রোববার আবার নমুনা পরীক্ষা করা হয়। এবারও রিপোর্ট পজিটিভ আসে। এরপরই ওই ব্যক্তির করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
রাজশাহী সিভিল সার্জন ডা: এনামুল হক এ ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের জানান, ওই ব্যক্তিকে তার বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছে। আর আক্রান্ত ব্যক্তি পরিবারসহ যাদের সংস্পর্শে গিয়েছেন, তাদের সবার হোম কোয়ারেন্টিন নিশ্চিত করা হচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, রাজশাহীতে ১ এপ্রিল করোনা শনাক্তের ল্যাব চালু হয়েছে। আর এই প্রথম রাজশাহীর কোনো বাসিন্দার করোনা শনাক্ত হলো।