শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৭:১১ অপরাহ্ন

নিউইয়র্ক বাংলাদেশ সোসাইটি সভাপতি কামাল আহমেদ কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ

নিউইয়র্ক বাংলাদেশ সোসাইটি সভাপতি কামাল আহমেদ কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ

হাকিকুল ইসলাম খোকন নিউইয়র্ক  বাংলাদেশ সোসাইটি  সভাপতি   এবং নিউইয়ক  ষেটট আওয়ামী লীগের সহ সভাপতি কামাল আহমেদ  (৬৮) গত ৫ এপ্রিল রবিবার নিউইয়র্ক সময় ভোর ৪:৩০ মিনিটে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন )।তিনি অসুস্থ হয়ে নিউইয়র্কের এলমহার্স্ট  হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, ৫ ভাই ও ৫ বোন সহ বহু আত্মীয়-স্জন ও গুণগ্রাহী রেখে গেছেন।ভাই-বোনদের মধ্যে কামাল আহমেদ সবার বড়। তার পুরো পরিবারই যুক্তরাষ্ট্র প্রবাসী।
সিলেট বিয়ানী বাজার উপজেলার বাউর বাগ গ্রামের কৃতিসন্তান নিউইয়র্কে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সুখ-দুঃখে সবসময় সবার আগে যে মানুষটিকে পাওয়া যায় তিনি হলেন সর্বজন শ্রদ্ধেয় পরিচিতমুখ কামাল আহমেদ।দীর্ঘ তিরিশ বছর ধরে নিঃস্বার্থ ভাবে  মানবসেবায় নিজেকে নিয়োজিত রেখে প্রবাসীদের কাছে হয়ে উঠেছেন ‘কামাল ভাই’। নিউইয়র্কের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সম্পৃক্ত থেকে প্রবাসীদের দাবি আদায় সহ সবসময় তাদের পাশে থেকে প্রবাসীদের কল্যাণে কাজ করেছেন তিনি।তাঁর মৃত্যুতে নিউইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বাঙালী কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে আসে। মরহুম কামাল আহমদের মূত্যতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছন বংগবনধু পরিষদের সভাপতি ড.নুরান নবী,যুক্তরাষট আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক এমএ সালাম,,সাবেক যুগন সাধারন সম্পাদক হেলালুল করিম,শিশু সাহিত্যিক হাসানুর রহমান,ভূতত্ত্বভিদ গিয়াসঊদিদন আহমদ,আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান মিলন,যুক্তরাষেট আওয়ামী আওয়ামী লীগ ও যুক্তরাষট আওয়ামী পরিবারের  ড: প্রদিপ কর,সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ,মোহম্মদ আলী সিদিদকী,এ্যডভোকেট শাহ মো:বখতিয়ার আলী,শরীফ কামরুল আলম হীরা,এমএ করিম জাহাংগীর,সাংবাদিক মো:নাসির,সাংবাদিক হেলাল মাহমুদ,আসাফ মাসুক,অধ্যাপক মমতাজ শাহানাজ,মিজবাহ আহমেদ,ফরিদ আলম ,নুরুননাহার মেরী,ওসমান গনি,সুহাস বডুয়া,ফিরোজ আহমেদ কল্লোল ,ফিরোজ মাহমুদ,মনজুর চৌধুরী কায়কোবাদ খান,রুমানা আক্তার ,আতাউর রহমান তালুকদার,মিজানুর রহমান চৌধুরী ,জাহিদ হাসান .শহিদুল ইসলাম , এমএ করিম জাহাংগীর,বীর মুক্তিযোদধা ফারুক হোসাইন.মুকতিযোদধা মিজানুর রহমান চেীধুরী,খুরশিদ আনোয়ার বাবলু,মোকতিযোদদা নজমুল ইসলাম চৌধুরী ,মুক্তিযোদদা সাইদুর রহমান সাইদ,ইলিয়ার রহমান,মোশাররফ হোসেন খান চেীধুরী,রুমানা আক্তার ,শহিদুল ইসলাম,আতাউর রহমান কামাল,নাদের মাষ্টার ,মনজুর চেীধুরী,জাহাংগীর কবির,দেওয়ান আশরাফ,দেলওয়ার হোসেন,আতাউর রহমান,সাখাওয়াত হোসেন, শারমিন আক্তার., নাহিদা পারভিন ,শেখ জামাল আহমেদ,সেবুল মিয়া,ইফজাল আহমদ চৌধুরী,মাহমুদ,ফরিদ উদ্দিন,খন্দকান জাহিদুল ইসলাম,জালাল উদ্দিন জলিল,ফিরোজ আহমেদ কল্লোল,ওসমান গনি,সুহাস বডুয়া,দেলওয়ার মানিক,শাহাদত হোসেন,দেলওয়ার, নাদের মাষটার,শরীফ জাহাংগীর আলম,হাসান জিলানী,এবিএম মিজানুল হাসান,আতাউর তালুকদার ,আলমগীর,সাজ,মাইনুদদিন,,ড: সুলতান মাহমুদ,ড: মকবুল হোসেন তালুকদার,মো: আলমগীর,জাকির হোসেন,জামাল মিয়া,মিজান চৌধুরী,জিয়া সহ নিউইয়কের রাজনীতিক,কবি,লেখক.সাংবাদিক,শিল্পী এবং আরও অনেক গন্যমান্য জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877