বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৭:৪৮ অপরাহ্ন

ফ্রান্সও এখন মৃত্যুপুরি, একদিনে রেকর্ড ১৩৫৫ জনের মৃত্যু

ফ্রান্সও এখন মৃত্যুপুরি, একদিনে রেকর্ড ১৩৫৫ জনের মৃত্যু

ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় রেকর্ডসংখ্যক এক হাজার ৩৫৫ মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল পাঁচ হাজার ৩৮৭ জনে। গতকাল বৃহস্পতিবার ফ্রান্সের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, মৃতদের মধ্যে ৪৭১ জন হাসপাতালে এবং ৮৮৪ জন বৃদ্ধাশ্রমে মারা গেছেন।

দেশটির সংবাদমাধ্যম ফ্রান্স২৪ এর প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালে করোনভাইরাসজনিত মৃত্যুর সংখ্যা বুধবার থেকে বৃহস্পতিবার ১২ শতাংশ বেড়েছে।

সফটওয়্যার সল্যুশন কোম্পানি ডারাক্সের পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ফ্রান্সে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫৯ হাজার ১০৫ জন। দেশটিতে স্পেন, ইতালি, যুক্তরাষ্ট্রের পরই সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটছে। পাশাপাশি দেশটিতে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১২ হাজার ৪২৮ জন।

দেশটিতে গত ২৪ ঘণ্টায় মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ১১৬ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৪১ হাজার ২৯০ করোনা আক্রান্ত ব্যক্তি। যাদের মধ্যে ৬ হাজার ৩৯৯ জনের অবস্থা সংকটাপন্ন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877