বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন

ইতালিতে করোনায় ৪৫ চিকিৎসাকর্মীর মৃত্যু, আক্রান্ত ৬ হাজার

ইতালিতে করোনায় ৪৫ চিকিৎসাকর্মীর মৃত্যু, আক্রান্ত ৬ হাজার

প্রাণঘাতী করোনাভাইরাসের হটস্পট এখন ইতালি। দেশটির লোম্বার্ডি অঞ্চল রীতিমতো মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। প্রাণঘাতী এই ভাইরাসে প্রতিদিনই দেশটি মৃত্যুর নতুন রেকর্ড গড়ছে। মৃত্যুর হাত থেকে রেহাই পাচ্ছেন না চিকিৎসকসহ মেডিকেল স্টাফরাও। ফেব্রুয়ারির শেষ দিকে ইতালিতে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এখন পর্যন্ত চিকিৎসকসহ ৪৫ জন মেডিকেল স্টাফের মৃত্যু হয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, ইতালিতে এখন পর্যন্ত ৬ হাজার চিকিৎসক, নার্স এবং মেডিকেল স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের অধিকাংশই উত্তরাঞ্চলীয় লোম্বার্ডি এলাকার।

তুর্কি গণমাধ্যম আনাদুলু এজেন্সি জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্তরা সবচেয়ে বেশি ভাইরাস আক্রান্ত এলাকায় কাজ করছিলেন। এই মহামারিতে সবেচেয়ে বেশি ত্যাগ স্বীকার করতে হচ্ছে চিকিৎসকদের। তাদেরকে ঘণ্টার পর ঘণ্টা কাজ করতে হচ্ছে। এতে তারা এবং তাদের পরিবার ভাইরাস সংক্রমণের সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়েছে।

প্রথম দিকে সেখানে মেডিকেল স্টাফদের সুরক্ষা সরঞ্জামের অভাব ছিল বলেও প্রতিবেদনে জানানো হয়েছে। বলা হয়েছে, স্বাস্থ্যসেবার জন্য খ্যাতি অর্জন করা ইতালির স্বাস্থ্য ব্যবস্থাপনা রীতিমতো বিধ্বস্ত করে দেয় করোনার সংক্রমণ। অতিরিক্ত ৩শ’ চিকিৎসক নিয়োগ দিতে উদ্যোগী হয় সরকার। বিস্ময়করভাবে এই মহামারিতে কাজ করতে আবেদন করেছেন ৮শ চিকিৎসক।

চীনের উহানে গত ডিসেম্বরের শেষ দিকে ছড়িয়ে পড়ার পর করোনায় সবচেয়ে বেশি ৯ হাজার ১৩৪ জন মারা গেছেন ইতালিতে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৮৬ হাজার ৪৯৮ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877