শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১২:১০ পূর্বাহ্ন

‘দয়া করে ঘরে থাকুন, আর করোনাভাইরাস ছড়াবেন না…’

‘দয়া করে ঘরে থাকুন, আর করোনাভাইরাস ছড়াবেন না…’

ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে দিন কাটছে সারাবিশ্বের মানুষের। প্রাণঘাতি করোনা ভাইরাসের আতঙ্কেই অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে গেছেন কেউ কেউ। তবে এখনো কিছু অসচেতন লোক আছে, যারা এই ভয়াবহতা আমলে না নিয়ে অবাধে ঘুরে বেড়াচ্ছেন। যার ফলে করোনাভাইরাস মহামারী আকার ধারণ করছে। সেই সব মানুষদের উদ্দেশ্যে করোনায় আক্রান্ত এক মায়ের আকুতি, ”দয়া করে ঘরে থাকুন, করোনাভাইরাস আর ছড়াবেন না।’

ব্রিটেনের বাসিন্দা মারসেলা দিয়াজ। করোনায় আক্রান্ত হয়ে এখন কোয়ারেন্টাইনে আছে। সুস্থ হতে যুদ্ধ করছেন করোনাভাইরাসের সাথে। কিন্তু অনেকে আক্রান্ত হয়েও ঘরে না থেকে বাইরে বের হচ্ছেন! ঘুরছেন, ফিরছেন। আরো বেশি মানুষকে আক্রান্ত করছেন। তাই তাদের সচেতন করতে কোয়ারেন্টাইনে থাকা অবস্থায়ই দিয়াজ সচেতনামূলক বার্তা দিচ্ছেন।

চোখের পানি ফেলতে ফেলতে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘সবাইকে অনুরোধ করছি, ঘরে থাকুন। দয়া করে ঘর থেকে বের হবেন না। অন্যদের বাঁচাতে কোয়ারেন্টাইনে থাকুন।’

তিনি বলেন, ‘এটি খুব মারাত্মক একটি রোগ। যারা বিভিন্ন রোগে আক্রান্ত, তাদের এই ভাইরাসে আক্রমণ করলে মৃত্যুর আশঙ্কা থাকে। দয়া করে এতোটা স্বার্থপর হবেন না। অন্যদের কথা ভাবুন।’

পাঁচ মিনিটের ওই ভিডিওতে তিনি আরো বলেন, ‘গত সপ্তাহে আমার অবস্থা খুব খারাপ ছিল। আমার এখনো নি:শ্বাস নিতে কষ্ট হয়। সবাই বলছে, মারসেলা ভয় পেয়ো না, তুমি মারা যাবে না। আমি হয়ত মারা যাব না। কিন্তু আমাদের মাধ্যমে অন্যরা আক্রান্ত হবে। তাদরে মধ্যে কেউ না কেউ মারাও যাবে।’

তিনি আরো বলেন, ‘ভেবেছিলাম, আমি এই ভাইরাসে কাবু হবো না। সাধারণ কোনো ফ্লু। কিন্তু ভুল ছিলাম। আমি আক্রান্ত হয়েছি। এবং এটা সাধারণ কোনো ফ্লু নয়।’

সবশেষে আতঙ্কগ্রস্ত হয়ে বলেন, ‘আমি ভয় পাচ্ছি, খুব ভয় পাচ্ছি। আমি তবুও লড়াই করে যাচ্ছি করোনাভাইরাসের সাথে।’

উল্লেখ্য, ব্রিটেনে এখনো পর্যন্ত করোনাভাইরাসে ৩৩৫ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ছয় হাজার ছয়জন।

সূত্র : মিরর

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877