স্বদেশ ডেস্ক:
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বুধবার পর্যন্ত বিশ্বে ৭ হাজার ৯৮৭ জনের প্রাণহানি হয়েছে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, নভেল করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ১ লাখ ৯৮ হাজার ৪২৬ জন। এদের মধ্যে বর্তমানে ১ লাখ ৭ হাজার ৬৭৬ জন বর্তমানে চিকিৎসাধীন এবং ৬ হাজার ৪১৫ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
এছাড়া করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৮২ হাজার ৭৬৩ জন (৯১ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন এবং ৯ শতাংশ রোগী মারা গেছেন।
চীন থেকে সংক্রমণ শুরু হওয়া প্রাণঘাতী করোনাভাইরাসটির বর্তমান ‘কেন্দ্রস্থল’ ইউরোপ বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। মহামারি ‘কোভিড-১৯’ বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের ১৬২টির বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত ১০ জনকে শনাক্ত করা হয়েছে। যাদের মধ্যে বেশিরভাগেই ইউরোপের করোনাভাইরাস সংক্রমিত বিভিন্ন দেশে থেকে এসেছেন। ক্রমবর্ধমান সংক্রমণ এবং বিভিন্ন দেশের সরকারের নিষ্ক্রিয়তায় উদ্বেগ প্রকাশ করে গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে ডব্লিউএইচও। সূত্র : ইউএনবি