শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:০২ অপরাহ্ন

গলাচিপায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

গলাচিপায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্বদেশ ডেস্ক:

গলাচিপায় পানিতে ডুবে ইমতিয়াজ কায়সার ফারিজ নামের তিন বছরের এক শিশু মারা গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের উত্তর চরখালী গ্রামে মঙ্গলবার সকালে।

ইমতিয়াজ ওই এলাকার ব্যবসায়ী ইমতিয়াজ কায়সার নিউজের ছেলে।

জানা গেছে, সকালে মা অন্তর বেগম যখন রান্নার কাজে ব্যস্ত তখন শিশুটি ঘুমিয়ে ছিল। পরে শিশুটিকে বিছানায় না পেয়ে খোঁজাখুঁজি করেন। এক পর্যায় শিশুটিকে ডুবন্ত অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। শিশুটি মুখ ধুতে গিয়ে পুকুরে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইমতিয়াজ কায়সার ফারিজ এর দাদা বিখ্যাত গান ‘পাগল মন’ এর গীতিকার কায়সার আহমেদ এবং নানা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877