স্বদেশ ডেস্ক:
প্রাণঘাতী করোনাভাইরাসে সোমবার ইতালিতে ৩৪৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ১৫৮ জনে দাঁড়ালো। চীনের বাইরে ইতালিতে করোনায় সর্বোচ্চ সংখ্যক মৃত্যু।
দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে করোনায় আক্রান্তের সংখ্যা ২৭ হাজার ৯৮০ জন। চার দিন আগেও দেশটিতে আক্রান্ত ছিল ১৫ হাজার ১১৩ জন। সুস্থ হয়েছে ২ হাজার ৭৪৯ জন। এছাড়া গত দুই দিনেই দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ৭০০’র বেশি মানুষের।
এনিয়ে বিশ্বে ১ লাখ ৮২ হাজার ৬৮১ জন আক্রান্ত হয়েছে। মোট মৃতের সংখ্যা ৭ হাজার ১৭১ জন। আর সুস্থ হয়েছে ৭৯ হাজার ৮৮৩ জন। ওয়ার্ল্ডো মিটার।