মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৫:৫৩ পূর্বাহ্ন

‘করোনার চেয়েও মোদি ভয়ঙ্কর’

‘করোনার চেয়েও মোদি ভয়ঙ্কর’

স্বদেশ ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাস থেকেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভয়ঙ্কর বলে মন্তব্য করেছেন দেশটির তৃণমূলের নেতা অনুব্রত মণ্ডল। সম্প্রতি বীরভূমের এক জনসভায় এ মন্তব্য করেন তিনি।  অনুব্রত মণ্ডল বীরভূমের তৃণমূল সভাপতি। রোববার (৮ মার্চ) বীরভূমের সিউড়ির বেনীমাধব মাঠে তৃণমূলের জনসভা অনুষ্ঠিত হয়।

সেখানে অনুব্রত বলেন, ‘লোকে করোনা নিয়ে শঙ্কিত। তবে আমি বলছি, এই মোদির থেকে আর বড় ভাইরাস কী আছে? এই ভাইরাসে ভারতের অর্থনীতি শেষ হয়ে গেছে। ইয়েস ব্যাংক লোপাট হয়ে ডুবে গেছে। এখন করোনার মতো ভারতে চেষ্টা চলছে মোদি ভাইরাসকে কিভাবে নষ্ট করা যায়। এর জন্য পশ্চিমবঙ্গে ওষুধ আবিষ্কারের গবেষণা চলছে। করোনার থেকেও ভয়ঙ্কর হলো মোদি ভাইরাস।’

এরপর বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইনের পরিপ্রেক্ষিতে ভারতের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন অনুব্রত। তিনি বলেন, ‘সারা ভারতের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রথম এনআরসির বিরোধিতা করেছিলেন। তিনি কেন্দ্রীয় সরকারকে সাফ জানিয়ে দিয়েছিলেন, ধর্মে বিভেদকারী এই এনআরসি পশ্চিমবঙ্গ মানবে না। এখন মমতার দেখাদেখি মহারাষ্ট্র, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা, তেলেঙ্গানা, বিহার, রাজস্থানÑ সব রাজ্যই বলছে মানব না। তাদের এই বোধোদয়কে স্বাগত জানাই।’ সূত্র : আনন্দবাজার

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877