মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৫:১৮ পূর্বাহ্ন

বিয়ে করতে গিয়ে কারাগারে বর

বিয়ে করতে গিয়ে কারাগারে বর

স্বদেশ ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় সোমবার বাল্য বিয়ের অপরাধে বরকে কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত সাদ্দাম হোসেন (২৭) সদর উপজেলার সেন্দ গ্রামের উত্তরপাড়ার তোতা মিয়ার ছেলে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়া বর সাদ্দাম হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

তিনি জানান, সদর উপজেলার একটি গ্রামের ১৫ বছর বয়সী মেয়ে ও স্থানীয় একটি মাদরাসার নবম শ্রেণির ছাত্রীর সাথে একই উপজেলার সেন্দ গ্রামের উত্তর পাড়ার তোতা মিয়ার ছেলে সাদ্দাম হোসেনের সোমবার বিয়ে হওয়ার কথা ছিল। দুপুরে বিয়ে বাড়িতে বর উপস্থিত হওয়ার পর বরযাত্রীসহ আত্মীয়-স্বজনদের খাওয়া-দাওয়ার প্রায় শেষ পর্যায়ে তার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সেখানে উপস্থিত হন। পরে বিয়ে বন্ধ করে দিয়ে বর সাদ্দাম হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

পঙ্কজ বড়ুয়া বলেন, বাল্য বিয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। সূত্র : ইউএনবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877