স্বদেশ ডেস্ক:
বগুড়ায় বেইলী সেতু ভেঙ্গে বালুবোঝাই ট্রাক পানিতে ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। বগুড়া-সিরাজগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ধুনট উপজেলার মাঠপাড়া গ্রামে গাড়ামারা খালের উপর নির্মিত সেতুটি মঙ্গলবার দুপুর ১টায় ভেঙে এ দুর্ঘটনা ঘটে। অবশ্য এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে ওই আঞ্চলিক সড়কের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অর্থায়নে ১৯৯২ সালে বগুড়ার ধুনট-শেরপুর পাকা সড়কের মাঠপাড়া গ্রামে গাড়ামারা খালের ওপর ৬২ মিটার লম্বা বেইলী সেতুটি নির্মাণ করা হয়। নির্মাণের পর থেকে সেতুর উপর দিয়ে অতিরিক্ত মালবোঝাই ভারী যানবাহন পারাপার হয়ে আসছিল। এ কারণে সেতুটি ক্ষতিগ্রস্ত হয়। মালবোঝাই ভারী যানবাহনের কারণে কয়েক বছরে সেতুটি কমপক্ষে ১৫ বার ভেঙ্গে যানবাহন চলাচল বন্ধ হয়েছে। সওজ কর্তৃপক্ষ বারবার জোড়াতালি দিয়ে ক্ষতিগ্রস্ত সেতুটি মেরামত করেও সেতুটি আবারো ভেঙে পড়ে।
এ অবস্থায় মঙ্গলবার দুপুরের দিকে ধুনট উপজেলার যমুনা নদী থেকে অতিরিক্ত বালুবোঝাই একটি ট্রাক শেরপুর শহরের দিকে যাওয়ার পথে সেতুটি ভেঙ্গে পড়ে। এসময় ট্রাকটি খালের পানিতে ডুবে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে সেতুটি ভেঙ্গে পড়ায় ওই আঞ্চলিক মহাসড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ধুনট থানার ওসি ইসমাইল হোসেন বলেন, ভেঙ্গে পড়া সেতুর দুই পাশে পুলিশ মোতায়েন করা হয়েছে।
সওজ বগুড়ার নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান বলেন, ঝুঁকিপূর্ণ সেতুর উপর দিয়ে অতিরিক্ত ওজনের পরিবহন পারাপার করার উপর নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে অতিরিক্ত বালুবোঝাই ট্রাক পারাপারের সময় সেতুটি ভেঙ্গে পড়েছে। সেতুটি দ্রুত মেরামত করে যানবাহন চলাচলের উপযোগী করা হবে।