স্বদেশ ডেস্ক:
সাতক্ষীরার তালায় ইজিবাইকের ধাক্কায় মোহনা পাল (৭) নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছেন। সে উপজেলার তেঘরিয়া গ্রামের শংকর পালের মেয়ে ও সানরাইজ প্রি-ক্যাডেট স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী। মঙ্গলবার দুপুরে স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে উপজেলার জালালপুর ইউনিয়নের শ্রীমন্তকাটি নতুন বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, প্রতিদিনের ন্যায় স্কুল ছুটির পর বাড়িতে যাচ্ছিলেন মোহনা পাল। এ সময় একটি ইজিবাইক ধাক্কা দিলে গুরুতর আহত অবস্থায় তাকে তালা হাসপাতালে নেয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তালা থানার ওসি মেহেদী রাসেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।