সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:০৪ অপরাহ্ন

চীন থেকে ৩১২ বাংলাদেশীকে আনতে খরচ পড়েছে ২ কোটি ৩০ লাখ

চীন থেকে ৩১২ বাংলাদেশীকে আনতে খরচ পড়েছে ২ কোটি ৩০ লাখ

স্বদেশ ডেস্ক:

চীনের উহান থেকে ৩১২ জন বাংলাদেশীকে দেশে ফিরিয়ে আনতে ২ কোটি ৩০ লাখ টাকা খরচ হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় চীনের হুবেই প্রদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত বাংলাদেশি ছাত্র-ছাত্রী সেখানে অবরুদ্ধ হয়ে পড়লে চীনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে তারা দেশে ফেরার জন্য সরকারের কাছে আবেদন করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, চীনে বসবাসরত মানুষের মাঝে রোগটি দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কায় উহান শহরটিকে অবরুদ্ধ করে দেয় চীন। ফলে চীনের হুবেই প্রদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত বাংলাদেশি ছাত্র-ছাত্রীসহ সাধারণ মানুষ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে তারা দেশে ফেরার জন্য সরকারের কাছে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত তাদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে, আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনতে চীনে বিশেষ বিমান পাঠানো হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ বিমানে শনিবার ২ ফেব্রুয়ারি দুপুরে ৩১২ জন বাংলাদেশিকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

পরে তাদের রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে চীনের উহান থেকে ফেরত ৩১২ জন বাংলাদেশির আবাসনের জন্য ব্যবস্থা গ্রহণ করে। বর্তমানে তাদের সেখানে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এই ৩১২ জন বাংলাদেশির সার্বক্ষণিক যত্ন নিচ্ছে। তাদের প্রয়োজনীয় সবকিছু নিয়মিত সরবরাহ করাসহ বিনোদনের ব্যবস্থাও গ্রহণ করেছে। সরকার কর্তৃক নিযুক্ত চিকিৎসকরা তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষাসহ সার্বক্ষণিক তত্ত্বাবধান করছেন।

এদিকে চীনের প্রাণঘাতী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬১ জনে। ভাইরাসে আক্রান্ত হয়ে রোববার যারা মারা গেছেন তাদের ৫৬ জনই ভাইরাসটির উৎসস্থল হুবেই প্রদেশের। এছাড়া ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮২৯ জন। মোট ১৭ হাজার ২০৫ জন এখন প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877