স্বদেশ ডেস্ক:
চীনের উত্তরপশ্চিমাঞ্চলে সোমবার সড়ক ধসে ছয়জনের প্রাণহানি ঘটেছে। এতে আরো চারজন নিখোঁজ রয়েছেন। জিনিংয়ের নন্দাজি স্ট্রীটে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৫টার দিকে একটি সংযোগ সড়ক ধসে এ হতাহতের ঘটনা ঘটে। মঙ্গলবার স্থানীয় কর্তৃপক্ষ একথা জানিয়েছে। খবর এএফপি’র।
প্রাদেশিক রাজধানী জিনিংয়ের জরুরি ব্যবস্থাপনা সংস্থার জুয়ো জিশেং জানান, এ ঘটনায় আহত অপর ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে।
খবরে বলা হয়, প্রায় ৮০ বর্গ মিটার এলাকা জুড়ে মাটি দেবে যায়। এতে গর্তে পড়ে যাওয়া বাসটি মঙ্গলবার সকালে টেনে তোলা হয়।
ঘটনাস্থলে সহস্রাধিক উদ্ধারকর্মী ও ৩০ গাড়ি পাঠানো হয়েছে।
নিহতদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে এবং দুর্ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে।